কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া আমতলী এলাকায় লরি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হারবাং এলাকার দুদু মিয়া ও তার স্ত্রী এবং সিএনজি চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পেকুয়া উপজেলার মগনামার ঘাট এলাকার আবদুস সালামের স্ত্রী রোকেয়া বেগম(৪০) ও তার মেয়ে জেসমিন আকতার (১৮)।
চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, একটি লরির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মা-মেয়ের মৃত্যু হয়। ঘটনায় চালকসহ আহত হয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। লরি ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
এব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।